নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আহ্বান সাড়া দিয়ে ত্রাণ তহবিলে
এক লাখ টাকা অনুদান দিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)।
বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে মেয়রের হাতে অনুদানের চেক তুলে দেন আইডিইবি নেতৃবৃন্দ। এ সময় কর্মহীন ও নিম্ন আয়ের সহায়তায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তাদের আন্তরিক ধন্যবাদ জানান মেয়র।
চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন আইডিইবি সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক হোসেন শহীদ সোহরাওয়ার্দী, কেন্দ্রীয় উপদেষ্টা নওশের আলী, কেনিক, সহ-সভাপতি,(রাজশাহী অঞ্চল), কবির উদ্দিন, সহ-সভাপতি মেরাজুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাঈদ আহমেদ সানি, অর্থ সম্পাদক আবু বাশির, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, দপ্তর সম্পাদক ময়নুল হক, বাংলাদেশ পিআইও সমিতির সভাপতি সালাউদ্দিন আল ওদুদজেলা কাউন্সিলর মোখলেসুর রহমান, জিয়া উদ্দিন ও মুর্শিদ কামাল রানা প্রমুখ।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল এক বিবৃতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে নগদ অর্থ/ নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদানের আহ্বান জানান মেয়র। এরপর মেয়রের আহ্বান সাড়া দিয়ে এগিয়ে আসছেন অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন।
Copyright © ideb All rights reserved
Designed & Developed by Desktop IT